04/20/2025 রাজধানীতে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩
আল আমিন
২৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:২৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জিন্নাত আলী (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা পলিটেকনিক্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগ্রামী মিনি ট্রাক জিন্নাত আলীর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।ও চালককেও আটক করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ