04/20/2025 লেবাননে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক বন্ধের ঘোষণা
আল আমিন
২৩ সেপ্টেম্বর ২০২২ ০২:০২
নিজস্ব প্রতিবেদক: চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিম এশিয়ার দেশ লেবাননের ব্যাংকগুলো। এরই মধ্যে নিরাপত্তা না থাকায় সেখানকার ব্যাংকগুলো ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ থাকবে বলে বলে জানিয়েছে দেশটির ব্যাংক অ্যাসোসিয়েশন।
জানা গেছে, গত সপ্তাহে লেবাননে বেশ কয়েকটি ব্যাংকে কয়েকজন গ্রাহক আটকে থাকা সঞ্চয়ের অর্থ তোলার জন্য নানাভাবে ঘেরাও করে। এর প্রেক্ষিতেই লেবাননের ব্যাংক অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংক অ্যাসোসিয়েশন বলেছে, তাদের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই ঝুঁকি কমানোর জন্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি।
গত সপ্তাহে তিনদিন ব্যাংক বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ব্যাংক খোলার কথা ছিল।
এর আগে গত সপ্তাহে এক নারী খেলনার পিস্তল নিয়ে একটি ব্যাংকের ভেতরে গিয়ে অবস্থান নেন। সেখানে গিয়ে তিনি ব্যাংকে গচ্ছিত তার সঞ্চয়ের অর্থ তুলতে চান।
সঞ্চয়ের টাকা তোলার জন্য এ ধরনের ঘটনা আরও ঘটেছে। গত শুক্রবার একদিনেই এ ধরনের পাঁচটি ঘটনা ঘটে।
লেবানন এখন চরম আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। দেশটির ৮০ শতাংশ মানুষ খাদ্য এবং ওষুধ কেনার জন্য সংগ্রাম করছে।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ব্যাংকগুলো ডলার উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। কারণ তখন থেকেই লেবাননের মুদ্রা পাউন্ডের ব্যাপক দরপতন হয় এবং জিনিসপত্রের দাম ব্যাপক বেড়ে যায়।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ