04/20/2025 ঢাকায় পৌঁছেছে সাফ চ্যাম্পিয়নরা
মো: মনিরুল ইসলাম
২২ সেপ্টেম্বর ২০২২ ০০:০৬
খেলাধুলা ডেস্ক : দক্ষিণ এশিয়া জয় করে ঢাকায় পৌছেছে সাফ চ্যাম্পিয়নরা। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবিনারা।
বিমানবন্দরে দলকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সেখানে সংবাদ সম্মেলনের পর দলকে বিশেষ একটি ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে। এদিকে চ্যাম্পিয়নদের বরণে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ।
সোমবার রাতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। মঙ্গলবার দলের বিশ্রাম ছিল। এ দিন ফুটবলাররা কাঠমান্ডুতে নিজেদের মতো সময় কাটাবেন। বুধবার দুপুরে দেশের উদ্দেশে উড়াল দিচ্ছে মেয়েরা।