04/20/2025 ইউক্রেনের মসজিদে রাশিয়ার গোলাবর্ষণ, আটকা পড়েছে ৮৬ তুর্কি নাগরিক
আল আমিন
১৩ মার্চ ২০২২ ০৩:৩৭
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিউপোল শহরের এক মসজিদের ওপর গোলাবর্ষণ করেছে রুশ সেনা বাহিনী। এসময় প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নিয়েছেন ৮৬ জন তুর্কি নাগরিক। শুক্রবার তুরস্কে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি বেসামরিক লোক সেখানে লুকিয়ে আছে। যাদের মধ্যে শিশুও রয়েছে।
তুরস্কে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, মসজিদে আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ তুর্কি নাগরিকের একটি দল রয়েছে।
দূতাবাসের একজন মুখপাত্র মেয়রের তথ্যের বরাত দিয়ে বলেছেন, তারা আজভ সাগরে ঘেরা বন্দরে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পেতে অন্যান্যদের সঙ্গে মসজিদে আশ্রয় নেন। খবর: টাইমস অব ইসরায়েল, এনডিটিভি।
বিদেশ বার্তা/ এএএ