04/20/2025 রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের উপর আ. লীগের হামলা
আল আমিন
১৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ৮টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের এক পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ নেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শেষ পর্যায়ে আওয়ামী লীগের হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাত পৌনে আটটার দিকে কর্মসূচির প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষ করার পরপরই ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রথমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে একযোগে হামলা করলে বেশ কয়েকজন আহত হন।
হামলার আগে প্রায় দেড় ঘন্টা ধরে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের তিনটি স্পটে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মহড়া দেন। এ সময় ঘুরে ঘুরে রাস্তায় তাদের মিছিল করতে দেখা যায়। এর আগে সাড়ে সাতটার দিকে দুটি মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির কর্মসূচিতে হামলার উদ্দেশ্যে তেড়ে যান। সে সময় পুলিশ তাদের বাধা দেয়।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, 'আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু, যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
বিদেশ বার্তা/ এএএ