04/20/2025 নেপালে ভূমিধস, ১৭ জনের মৃত্যু
আল আমিন
১৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৭
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণের পর ভূমিধসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুর একটা পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। শনিবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নেপালের সুদূরপশ্চিম প্রদেশের আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে সেখানে অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
আছাম জেলার ভারপ্রাপ্ত প্রধান জেলা কর্মকর্তা দীপেশ রিজাল জানান, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জেলায় ভূমিধসে কমপক্ষে ১৭ জন মারা গেছেন। আহতদের চিকিৎসার জন্য এয়ারলিফটে সুরক্ষেত জেলায় নিয়ে যাওয়া হয়েছে।
খবরে বলা হয়, এ ভূমিধসে পাঁচটি ঘর মাটিচাপা পড়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
বিদেশ বার্তা/ এএএ