04/20/2025 দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন সাকিব
মো: মনিরুল ইসলাম
১৩ মার্চ ২০২২ ০১:৫৭
নিজস্ব প্রতিবেদক: অনেক নাটক আর জল ঘোলার পর অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব আল হাসান।
শনিবার (১২ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর সফরে যাওয়া ব্যাপারে সম্মতি দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন রবিবার (১৩ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরবেন সাকিব। খেলবেন ওয়ানডে ও টেস্ট দুই সিরিজেই।
সাকিব আল হাসান বিসিবি'কে চিঠি দিয়ে আগেই জানিয়েছিলেন আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। পরে মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়াতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ নিয়ে সাকিবের ওপর ক্ষোভ ঝারেন বিসিবি প্রধান ও টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পরে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের তিন সংস্করণ থেকেই ছুটিতে পাঠিয়ে দেয় বিসিবি। কিন্তু তারপরও তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতেই সাকিবকে রাখে বিসিবি। এ নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। হতে থাকে সমালোচনা। শেষে বোর্ডের সঙ্গে চলমান সকল নাটকের পর্দা টেনে দিয়ে ক্রিকেট তারকা সাকিব জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন তিনি।