04/21/2025 ডিএমপিতে ৪ ডিসির পদায়ন
মো: মনিরুল ইসলাম
১৬ সেপ্টেম্বর ২০২২ ২২:১০
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন গোয়েন্দা বিভাগের ডিসিকে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) রিফাত রহমান শামীমকে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ); উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) মশিউর রহমানকে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ); উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. রাজীব আল মাসুদকে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) ও উপপুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমানকে উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।