04/21/2025 অপরাধ নির্মূলে কাজ করছে র্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী
আল আমিন
১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫১
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অপরাধে জড়িয়ে পড়ার আগেই তরুণ-তরুণীদের নতুন জীবনের পথ দেখিয়েছে র্যাব। অতীতে জঙ্গি এবং জলদস্যুদের আত্মসমর্পণ করিয়ে তাদের পুনর্বাসন করিয়ে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিল এই বিশেষায়িত বাহিনী।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের এক হোটেলে আয়োজিত ‘নবজাগরণ : অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধে জড়ানোর ঝুঁকি রয়েছে এমন ৩৬ জনকে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন করে তাদের কর্মমুখী প্রশিক্ষণ শেষে সনদ ও সেলাই মেশিন তুলে দেয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে, তারা কেউ অপরাধী না। তবে জড়ানোর সম্ভাবনা ছিল। তাদের কক্সবাজারের দারিদ্র ও কর্মসংস্থান কম এমন সব এলাকা থেকে বাছাই করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ