04/21/2025 বিএনপি পাকিস্তানের সৃষ্ট নব্য রাজাকার
আল আমিন
১৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩৩
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আজ দুইটি ধারা সৃষ্টি হয়েছে। একদিকে জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগের নেতৃত্ব, যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি।
অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তি- রাজাকার, আল বদরদের দল জামায়াতে ইসলামী আর নব্য রাজাকার পাকিস্তানের সৃষ্ট বিএনপি। তারা স্বাধীনতা বিরোধী শক্তি। আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় ঊর্ধ্বমুখী গতিতে চলমান, ঠিক তখনই এই স্বাধীনতা বিরোধী অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) বাংলাদেশ আওয়ামী লীগের নাসিরনগর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কথায় কথায় সরকারের সমালোচনা করেন, কথায় কথায় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চান। এর আগে হরতাল-অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছেন। কিন্তু তা সফল হয়নি। আর ভবিষ্যতেও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হবে না। যতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে।
হানিফ বলেন, বিএনপিকে জিজ্ঞেস করি- আপনাদের নেতাটা কে? তারা স্বীকার করত না। তাদের নেতা তারেক রহমান, এটা বলতে তারা একটু লজ্জা পেত। কারণ তারেক এ দেশের দণ্ডপ্রাপ্ত, দুর্নীতিবাজ ও খুনি হিসেবে চিহ্নিত নয়, আন্তর্জাতিক আদালতেও সে একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। এমন একজন নেতার সাথে রাজনীতি করছেন বিএনপি, আবার বড় বড় কথা বলেন!
খালেদা জিয়ার সময়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র টঙ্গীতে উদ্বোধন করে উত্তরায় পৌঁছানোর পরে বিকল হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে হানিফ আরও বলেন, আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি।
আমাদের এখনো যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেগুলোর কাজ শেষ হলে ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের হবে।
একসময় আমাদের ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। কিন্তু আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।
হানিফ বলেন, ঊর্ধ্বমুখী গতিতে আজ বাংলাদেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। এভাবে দেশ যখন মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে, ঠিক সেই সময়েও বিএনপি-জামায়াত মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে চায়।
বিদেশ বার্তা/ এএএ