04/21/2025 রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮
মো: মনিরুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৭
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা বাঁশেরপুর এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। নিহত রাজীব (৩৩) ওই লেগুনার চালক ছিলেন। এ ঘটনায় লেগুনায় থাকা ৮ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- হৃদয় হোসেন (২২), আব্দুল বাতেন (৪৫), বাসার (৪৮), শান্ত (১৯), আব্দুল গনি (৪৫), হাসান (৪০) ও সাগর (১৮)।
জানা গেছে, যাত্রাবাড়ী থেকে কয়েকজন লেগুনায় করে নারায়ণগঞ্জের বড়ফা যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বলেন, বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে।