04/21/2025 সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে
মো: মনিরুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৯
নিজস্ব প্রতিবেদক : নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল বলেন, সারাদেশে কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হবে। ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে আগামীকাল বুধবার বৃষ্টির মাত্রা কমতে পারে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১১৬ মিলিমিটার। বৃষ্টিপাত বাড়ার ফলে গতকালের মতো তাপমাত্রা থাকবে।
তিনি আরো জানান, বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা বাড়বে না, গতকালের মতোই থাকবে। ভারতের উপকূলে অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।