04/27/2025 গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিক্সাচালকের মৃত্যু
মো: মনিরুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০২২ ০০:২৭
গাজীপুর থেকে : গাজীপুরের কোনাবাড়ীতে কভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান চালক বিজয় (১৮) কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে ওই রিক্সা চালক মৌচাক থেকে কড্ডার দিকে আসতেছিলো। কোনাবাড়ী ফ্লাইওভারে পৌছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ফ্লাইওভার উপর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, অজ্ঞাত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কভার্ডভ্যান চালকে আটক করা হয়েছে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।