04/21/2025 নিরাপদ সড়কের দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা
মো: মনিরুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০২২ ০০:১৩
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে ফের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
এর আগে গত রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যু হয়। তেজগাঁও বিজিপ্রেস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
অবরোধ কর্মসূচিতে যোগ দেয়া শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।
এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টিভেজা নগরীতে সড়ক অবরোধ জনসাধারণের দুর্ভোগ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বোঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়। সূত্র: সময়নিউজ।