04/27/2025 অসামাজিক কাজের অভিযোগে গাজীপুরে ১২ জন গ্রেফতার
মো: মনিরুল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০২২ ০০:০৩
গাজীপুর থেকে : গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ সাতজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ সাতজন পুরুষকে আটক করা হয়। তাদের সাথে হোটেলের দুই দালালকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,মোঃ আশরাফুল আলম(৬০), মোঃ মমিন মিয়া (৩৫),মোঃ জাহিদ হোসেন (৩৭), মোঃ বাবুল ইসলাম (২৪), শিপলু চক্রবর্তী (৩৫), মোঃ জাহিদুল ইসলাম জিহাদ (১৯), মোঃ খালেদ হোসেন হিমেল (২২), মোছাঃ জাকিয়া সুলতানা পলি (২১), মোছাঃ মুক্তি (২৬), মোছাঃ শারমিন আক্তার (২০), মোছাঃ মনি আক্তার (২০), জান্নাতুল ফেরদৌস অহনা (১৮)। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।