04/20/2025 রাশিয়ার হাতছাড়া হয়ে গেছে ইজিয়ুম শহর
আল আমিন
১২ সেপ্টেম্বর ২০২২ ০২:৫১
আন্তর্জাতিক ডেস্ক: খারকিভ প্রদেশের ইজিয়ুম শহরটি হাতছাড়া হয়ে গেছে রাশিয়ার। উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির এ তড়িঘড়ি পতনকে মস্কোর জন্য সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স ও জেরুজালেম পোস্টের।
ইউক্রেইনীয় বাহিনীর ‘পাল্টা হামলায়’ শেষ পর্যন্ত ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অন্যতম প্রধান একটি ফ্রন্টলাইন থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে।
তাদের ছেড়ে দিতে হয়েছে উত্তর-পূর্ব ইউক্রেনে তাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ইজিয়ুমকে।
শনিবার খারকিভ প্রদেশের ইজিয়ুম শহরের এ তড়িঘড়ি পতনকে মার্চে ইউক্রেনের রাজধানী কিইভ থেকে সরে আসতে বাধ্য হওয়ার পর মস্কোর সবচেয়ে বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
পালিয়ে যাওয়ার সময় হাজার হাজার রুশ সেনা সেখানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম রেখে গেছে।
রুশ বাহিনী তাদের দোনবাস অভিযানের রসদঘাঁটি হিসেবে ইজিয়ুমকে ব্যবহার করত।
ইউক্রেন উত্তর-পূর্ব অঞ্চলে তাদের সেনাদের অগ্রসর হওয়ার ঘটনা যুদ্ধের ‘মোড় পরিবর্তনের পয়েন্ট’ হিসেবে অ্যাখ্যা দিচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ