04/28/2025 যাত্রাবাড়ীতে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে
মো: মনিরুল ইসলাম
১১ সেপ্টেম্বর ২০২২ ২০:০১
বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টির আরবেন রেস্তোরাঁয় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল ৬টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কলাপট্টির আরবেন রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে আট মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরো ৯টি ইউনিট যোগ হয়ে মোট ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।