04/21/2025 ২০২৫ সাল থেকে সব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী
মো: মনিরুল ইসলাম
১০ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৯
বিদেশবার্তা ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম চালু করছি। সে শিক্ষাক্রম আগামী বছর থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চালু হবে। আগামী বছর থেকে এটি বাস্তবায়ন শুরু হয়ে ২০২৫ সাল পর্যন্ত সব শ্রেণিতে বাস্তবায়িত হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার গুণগতমান অর্জন করতে পারবো।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর টিকাটুলির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে মন্ত্রী আরো বলেন, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিপ্লবী লীলা নাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
যিনি সে সময়ে শিক্ষানুরাগী হিসেবে, নারীর অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে তিনি এ প্রতিষ্ঠানসহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তখন এ প্রতিষ্ঠানের নাম ছিলো নারী শিক্ষা মন্দির। এখানে সে সময়ে একটি অন্যতম প্রধান স্কুল ছিলো। এ প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। এ শিক্ষা প্রতিষ্ঠান এ দেশের অনেক কৃতি নারীকে তৈরি করেছে এবং অনেক মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছে। মন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে চলছে।