04/26/2025 যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
মো: মনিরুল ইসলাম
৯ সেপ্টেম্বর ২০২২ ২১:৫২
বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিরব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকালে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথচারী বাবুল বলেন, যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে সেটা আমি জানিনা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম ছাড়া আর কিছুই জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।