04/20/2025 ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
আল আমিন
৯ সেপ্টেম্বর ২০২২ ০২:১৯
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা মন্ত্র লয়েড অস্টিনের জানিয়েছেন, ইউক্রেনের জন্য অতিরিক্ত আরও ৬৭৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে জো বাইডেনের প্রশাসন।
জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে মিত্রদের সাথে একটি বৈঠকে অস্টিন এ ঘোষণা দেন।
তিনি বলেছেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়া দরকার বলে মনে করে অস্টিন। তিনি দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে ভালো অবস্থানে আছে ইউক্রেন।
এসময় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ করতে মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছে এই মার্কিন মন্ত্রী।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। সূত্র: সিএনএন, আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ