04/26/2025 লালপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
মো: মনিরুল ইসলাম
৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৩
নাটোর থেকে : নাটোরের লালপুরে ডোবার পানিতে পড়ে মারা গেছে দুই শিশু।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন- শিমলা (৪) ও মাহিন (৩)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান।
শিশুদের স্বজনরা জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে পাশের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।