04/26/2025 ‘খালেদা জিয়াকে বাদ দিয়ে ভোটে আসবে অলির নেতৃত্বাধীন ‘নতুন বিএনপি’
মো: মনিরুল ইসলাম
৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৫
নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটির পার্টি-এলডিপির সভাপতি অলি আহমেদের নেতৃত্বে ‘নতুন বিএনপি’ আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সঙ্গে বিকল্প ধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও থাকছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে ছাত্রলীগের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আব্দুর রহমান বলেন, বিএনপি ভোট বর্জনের কথা বললেও দলটির একটি অংশ সিদ্ধান্ত নিয়েছে, তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়াই ভোটে আসবে।
তিনি বলেন, ‘একটা খবর হলো, ইতিমধ্যে বিএনপির দুইটি উইকেট পড়ে গেছে। তারা হলেন, সাবেক বিএনপি নেতা বদরু্দ্দোজ্জা চৌধুরী ও অলি আহমেদ। এবার অলি আহমেদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে। আর জামায়াত বিএনপিকে তালাক দিয়ে দিয়েছে। জামায়াত তাদের সঙ্গে আর কোনো আন্দোলনে থাকছে না।’
আব্দুর রহমান বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে বিএনপির অধিকাংশ নেতারা গোপনে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে আসবে। তারা নির্বাচনে আসলে শেখ হাসিনার সরকার তাদের সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাতের দায়ে দণ্ডিত। তার ছেলে তারেক মানি লন্ডারিং ও ২১ আগস্টের বোমা হামলার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাহলে বিএনপির নেতা কে?’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।