04/20/2025 শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ
আল আমিন
৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫০
আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধঘণ্টারও বেশি সময় কথা হয় তাদের।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।
কংগ্রেস জানায়, তারা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
ভারতের ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সম্পর্ক অনেক পুরনো। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ ভারতের যে সমর্থন ও সহযোগিতা পেয়েছে এর পেছনে রয়েছে এই পরিবারের হাত। এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী (রাহুল গান্ধীর দাদি) ইন্দিরা গান্ধী সে দেশে আশ্রয় দিয়েছিলেন। এতে ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর হয়। এরপর থেকে দুই পরিবারের মধ্যে বরাবরই গভীর সম্পর্ক লক্ষ করা গেছে।
চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। যেখানে উভয়পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন।
শেখ হাসিনা ২০১৯ সালে শেষবার ভারতে গিয়েছিলেন।
বিদেশ বার্ত্/ এএএ