04/20/2025 বন্যায় পাকিস্তানে ২৪ জনের মৃত্যু
আল আমিন
৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:০০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে ও আরও ১১৫ জন আহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পাকিস্তানে গত মধ্য জুনে শুরু হওয়া মৌসুমি বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৩১৪ জন মারা গেছে এবং আহত হয়েছে ১২ হাজার ৭০৩ জন।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে এনডিএমএ এর পক্ষ থেকে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধ প্রদেশে ১৯ জন মারা গেছে। খাইবার পাখতুন খোয়া প্রদেশে মারা গেছে তিনজন। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একজন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আরও একজন মারা গেছে ।
এতে আরও বলা হয়, বন্যায় দুই লাখ ১৪ হাজার ৭০৭টি বাড়িঘর ধ্বংস এবং ১৩ হাজার ৯৪৬টি গবাদি পশু মারা গেছে।
বিদেশ বার্ত্/ এএএ