04/20/2025 ইউক্রেনে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে পশ্চিমারা
আল আমিন
১১ মার্চ ২০২২ ০৫:৫৪
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে ওই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে পশ্চিমারা। বৃহস্পতিবার এমন দাবিই করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, ইউক্রেন সংকট সমাধানের পরিবর্তে ভয়ঙ্কর আচরণ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
তুরস্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সাথে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানান, পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান চলছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের আমন্ত্রণে আয়োজিত বৈঠকে মানবিক বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা হয়েছে।’ ল্যাভরভের দাবি, ইউক্রেনের সাধারণ মানুষ তার দেশের বাহিনীর কাছেই জিম্মি। তাদেরকেই ইউক্রেন সেনারা মানব ঢাল বানাচ্ছে।
ল্যাভরভ জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খোলা থাকবে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান স্থায়ী যুদ্ধ বিরতির যে প্রত্যাশা করেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় সে ধরনের কোন সম্ভাবনা তৈরি হয়নি। সূত্র: আল জাজিরা
বিদেশ বার্তা/ এএএ