04/26/2025 উখিয়ায় ট্রাকচাপায় চার সিএনজি আরোহীর মৃত্যু
মো: মনিরুল ইসলাম
২৭ আগস্ট ২০২২ ২২:৪৩
কক্সবাজার প্রতিনিধি : জেলার উখিয়ায় ট্রাকচাপায় চার সিএনজি আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরো একজন গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।