04/20/2025 আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে ১৮২ জনের প্রাণহানি
মো: মনিরুল ইসলাম
২৬ আগস্ট ২০২২ ২০:৩৭
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়ালো। এই দুর্যোগে আহত হয়েছেন আরো প্রায় ২৫০।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিবৃতিতে জানান, পুরোপুরি বিধ্বস্ত তিন হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন ১,০০০ এর বেশি গবাদি পশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোগার প্রদেশ, সেখানে বাস্তুচ্যুত ২০,০০০ এর বেশি বাসিন্দা।
তালেবান মুখপাত্রের দাবি, পার্বত্য এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। তালেবান সরকারের একার পক্ষে দুর্যোগ এবং পরবর্তী সংস্কারকাজ মোকাবেলা করা কষ্টকর। আন্তর্জাতিক মহলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই তালেবান নেতা। খবর রয়টার্সের।
উল্লেখ্য, গত জুন মাসেই ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হারান হাজারের বেশি মানুষ।