04/21/2025 সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকার
মো: মনিরুল ইসলাম
২৬ আগস্ট ২০২২ ০১:০৪
সীতাকুণ্ড থেকে : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট-বন্দর সড়কের বাইপাস মোড়ে পুলিশ বক্সের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর এটি ট্রাফিক বক্সের সাথে ধাক্কা লাগে। এমন সময় বন্দর রোড দিয়ে চট্টগ্রামের দিকে উল্টোপথে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি উপর চাপা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল করিম।