04/21/2025 খাগড়াছড়িতে ট্রাক উল্টে নিহত ২, আহত ৩
মো: মনিরুল ইসলাম
২৩ আগস্ট ২০২২ ২১:৩৫
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে ২জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গুইমারা উপজেলার তৈকর্মাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজু ও ইলিয়াস। এতে ৩জন আহত হয়েছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রশিদ আহমেদ জানান, সকাল ৮টার দিকে কাঠ বোঝাই ট্রাকটি তৈকর্মা সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিকরা ট্রাকের নিচে চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:শাহনুর আলম জানান, গুইমারায় ট্রাকটি উল্টে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছে। আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।