04/20/2025 রাষ্ট্রে 'গোপন বন্দিশালা' থাকতে পারে না: আ স ম রব
আল আমিন
২৩ আগস্ট ২০২২ ০৪:০৪
নিজস্ব প্রতিবেদক : জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলছেন, রক্তের বিনিময়ে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোন 'গোপন বন্দিশালা' থাকতে পারে না। অজ্ঞাতনামা নির্দেশে রাষ্ট্রের কোনো নাগরিক আক্রান্ত বা গ্রেফতার হতে পারে না এবং কোন নাগরিক নির্মমতা বা বীভৎসতার শিকার হতে পারেনা।
পরিকল্পিত গুম, হত্যা, নির্যাতন, অবৈধ আটক এবং গোপন বন্দিশালা শুধুমাত্র গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয় বরং এগুলো মানবতাবিরোধী অপরাধেরও সমতুল্য।
আজ শরীয়তপুর জেলা জেএসডি প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে আ স ম রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
আ স ম রব আরো বলেন, রাষ্ট্রের নিরাপত্তার নামে সরকারের গোপন অভিলাষ চরিতার্থ করার লক্ষ্যে ভিন্ন মত ও পথের মানুষকে তুলে নিয়ে গোপন কারাগারে অন্ধকারাচ্ছন্ন কারাকক্ষে মাসের পর মাস বা বছরের পর বছর আটক রেখে ভয়াবহ নির্যাতন করা আইনগত বা নৈতিকভাবে গ্রহণীয় নয়। আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদ যে সুরক্ষা প্রদান করেছে তা লঙ্ঘন করার এখতিয়ার প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের নেই। এই নিষ্ঠুর রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করা অনিবার্য হয়ে পড়েছে।
বিদেশ বার্তা/ এএএ