04/20/2025 কাউনিয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
আল আমিন
১৮ আগস্ট ২০২২ ০৪:১০
নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়া উপজেলায় সানজিদা আক্তার ইভা নামে এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইভা কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে এবং পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ইভা। এর পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে কাউনিয়া থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, রাতে আহত আবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা করেছেন। কি কারণে তাকে হত্যা করা হল বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা না হলেও একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ