04/21/2025 আগুন লাগা ভবনের দোতলায় পাওয়া গেলো ছয়টি মরদেহ
মো: মনিরুল ইসলাম
১৬ আগস্ট ২০২২ ০২:২৫
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের দেবীদাস লেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগা ভবনের দোতলায় এক কোনায় ছয়টি মরদেহ পাওয়া গেছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দাবি করেন, তার ভাই বিল্লাল দোতলায় ঘুমাতেন। তিনি আগুনে আটকা পড়েছেন।
পরে গলির ভেতরের সিঁড়ি দিয়ে দোতলায় উঁকি গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বরিশাল হোটেলের ঠিক ওপরের রুমটিও পুড়ে গেছে। রুমের এক কোনায় কেউ বসে থাকা অবস্থায় পুড়ে গেছেন। এ সময় আব্দুল্লাহ ‘আমার ভাই, আমার ভাই’ বলে কান্না করতে থাকেন।
ফায়ার সার্ভিসের এক কর্মী মই দিয়ে উপরে উঠে দোতলার জানালা দিয়ে উঁকি দিয়ে মরদেহ দেখা গেছে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য, চকবাজারের পলিথিন কারখানায় দুপুর ১২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।