04/20/2025 সবাইকে পেনশনের আওতায় আনা হবে
আল আমিন
৯ মার্চ ২০২২ ০৭:১৮
নিজস্ব প্রতিবেদক: ষাট বছর পেরিয়ে গেলেও যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকেন, চিকিৎসাসহ মৌলিক চাহিদাগুলো নিজেই মেটাতে পারেন, সেই ব্যবস্থা করছি আমরা। এই লক্ষে সর্বজনীন পেনশনের চিন্তা করছে সরকার। আর তা বাস্তবায়ন হবে আগামী ২০৩০ সালের মধ্যে।
মঙ্গলবার (৮ মার্চ) মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় আসেন তাহলে ষাট বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন, তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে।
আর ষাট থেকে ৮০ বছরের মধ্যে তারা এ পেনশনটি নিতে পারবেন। যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।
বিদেশ বার্তা/ এএএ