04/20/2025 ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ চলছে
মো: মনিরুল ইসলাম
১৩ আগস্ট ২০২২ ২৩:৩৬
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অব্যাহত রয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। আগামী সপ্তাহের মধ্যেই দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ও নতুন সরকার গঠনের দাবি জানান তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের।
শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাজধানী বাগদাদের রাস্তায় নেমে বিক্ষোভ করেন মুকতাদা আল সদরের অনুসারীরা।
এর আগে গত শনিবার ইরাকসমর্থিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ দেন সদরের সমর্থকরা। এ সময় পার্লামেন্টে হামলা চালালে পুলিশসহ ১২৫ জন আহত হন।
এদিকে এর আগে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বুধবার (৩ আগস্ট) বাগদাদে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জিনাইন হেনিস-প্লাসচের্টের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে, সালিহ ও হেনিস দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
হেনিস-প্লাসচের্ট সব দলের মধ্যে সংলাপের জন্য জাতিসংঘের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।