04/20/2025 কিয়েভে আক্রমণ করতে যাচ্ছে ইউক্রেনের সেনারা
আল আমিন
৯ মার্চ ২০২২ ০৬:৪৩
আন্তর্জাকিত ডেস্ক: ইউক্রেনের সেনারা আগামী ১ থেকে ৪ দিনের মধ্যে কিয়েভ আক্রমণ করতে যাচ্ছেন। এ লক্ষ্যে তারা প্রস্তুত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যার’ এক বিশ্লেষণে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, রাশিয়ার সেনারা বর্তমান রাজধানী কিয়েভের পূর্ব, উত্তরপশ্চিম এবং কিয়েভের পশ্চিমের আশপাশে অবস্থান করছেন। আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে তারা কিয়েভে আক্রমণ করবেন।
তবে ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যার’ এর ধারণা, রুশ সেনারা রসদসহ বহরে নতুন সেনা এবং সমরাস্ত্র যুক্ত করেছেন। ইউক্রেনের বাহিনীকে দুর্বল করতে তারা গোলাবর্ষণ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা করছেন।
সংস্থাটি জানিয়েছে, রুশ সেনাদের কিয়েভ আক্রমণে মাধ্যমে যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হতে পারে।
লজিস্টিক সংকটের কারণে কিয়েভের পথে রুশ বাহিনী খুব একটা অগ্রসর হতে পারেনি। সূত্র: গার্ডিয়ান
বিদেশ বার্তা/ এএএ