04/20/2025 বাসে ভাড়ার চার্ট না থাকলেই জরিমানা : বিআরটিএ চেয়ারম্যান
মো: মনিরুল ইসলাম
১৩ আগস্ট ২০২২ ০৫:৪৯
বিদেশ বার্তা ডেস্ক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, রাজধানীর সব বাসে ভাড়ার চার্ট রাখতে হবে। যদি চার্ট না দেখাতে পারে তাহলে জরিমানা করা হবে। এছাড়াও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া আদায় বন্ধে বিআরটিএ যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ভাড়া নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধে বিআরটিএ’র কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমরা এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা-জরিমানা আদায় কার্যক্রম চলমান। এরপরও বাড়তি ভাড়া আদায় বন্ধ না হলে গাড়ি ডাম্পিংসহ আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, সরকার গত ৫ আগস্ট আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়। এরপর বাস-মিনিবাসসহ পরিবহনের ভাড়াও বাড়ানো হয়। পরে বিআরটিএ নতুন ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে।