04/20/2025 দুপচাঁচিয়ায় কোদাল দিয়ে বাবাকে খুন করল ছেলে
আল আমিন
১২ আগস্ট ২০২২ ০৩:৫৩
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের কোদালের আঘাতে মোজাম্মেল হক (৯০) নিহত হয়েছে। নিহত মোজাম্মেল উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামের ডাক্তারপাড়ার মৃত বাহার উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মৃত মোজাম্মেল হকের একমাত্র ছেলে মুমিনুল ইসলাম সানা (৩৮) একজন মানসিক রোগী। বৃহস্পতিবার সকালে মোজাম্মেল ছেলেকে ভাত খাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে তার পিতা মোজাম্মেল হকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মোজাম্মেলকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদেশ বার্তা/ এএএ