04/21/2025 ৫ দফা দাবিতে শুক্রবার গণঅধিকার পরিষদের গণসমাবেশ
মো: মনিরুল ইসলাম
১২ আগস্ট ২০২২ ০১:৩৭
নিজস্ব প্রতিবেদক : ৫ দফা দাবিতে গণসমাবেশের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিদেশ বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গণঅধিকার পরিষদের ৫ দফা দাবি গুলো হলো-
১। কেরোসিন, ডিজেল, পেট্রোলসহ জ্বালানি তেল-গ্যাস ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।
২। অনতিবিলম্বে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল করে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৩। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমিয়ে নিম্নআয়ের মানুষের ক্ষয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
৪। মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারকৃত সকল রাজবন্দী ও ধর্মীয় নেতাদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৫। ভোলায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো নাগরিকদের সংবিধান স্বীকৃত সকল অধিকার নিশ্চিত করতে হবে।