04/20/2025 ইউক্রেনের রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ
আল আমিন
১১ আগস্ট ২০২২ ০৪:১৭
আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসের তুলনায় জুলাই মাসে ইউক্রেনের খাদ্যশস্য, তেল বীজ, ভোজ্য তেল রপ্তানি বেড়েছে ২২.৭ শতাংশ। জুলাই মাসে ২.৬৬ মিলিয়ন টন রপ্তানি করেছে ইউক্রেন।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গম ও বার্লির রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে ৪ লাখ ১২ হাজার টন গম, ১ লাখ ৮৩ হাজার টন বার্লি এবং ১.১ মিলিয়ন টন ভুট্টা এবং ৩ লাখ ৬২ হাজার ১০০ টন সূর্যমুখী বীজ রপ্তানি করা হয়েছে।
সম্প্রতি তুরস্কে জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। সূত্র: আল জাজিরা
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। সূত্র : রয়টার্স
বিদেশ বার্তা/ এএএ