04/21/2025 ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ
মো: মনিরুল ইসলাম
৮ আগস্ট ২০২২ ০৭:৫৯
খেলাধুলা ডেস্ক : ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩০৩ রান তুলেও জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতে ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে তুলেছে ২৯০ রান। তবে ব্যাটিং উইকেটে ধারহীন বোলিং নিয়ে এই সংগ্রহে যে জেতার জন্য যথেষ্ট নয় সেটা আর একবার বুঝিয়ে দিল জিম্বাবুয়ে। দুই দিনের ব্যবধানে ওয়ানডেতে বাংলাদেশকে দুবার হারিয়ে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।
এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
রবিবার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯০ রান তোলে তামিম ইকবালের দল। পরে সিকান্দার রাজ্জা ও রেগিস চাকাভার দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।