04/20/2025 চীনের সামরিক কর্মকাণ্ড দায়িত্বজ্ঞানহীন : যুক্তরাষ্ট্র
মো: মনিরুল ইসলাম
৬ আগস্ট ২০২২ ০৬:৩০
আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালিজুড়ে বেইজিংয়ের সামরিক মহড়ার জেরে চীনের রাষ্ট্রদূত কিন গ্যাংকে তলব করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছেন, ওয়াশিংটনে নিয়োজিত চীনের রাষ্ট্রদূতকে হোয়াইট হাউসে ডেকে বলা হয়েছে- ‘চীনের সামরিক কর্মকাণ্ড দায়িত্বজ্ঞানহীন। ওই অঞ্চলে এটা শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বিরোধী’ বলেও মন্তব্য করেন তিনি।
জন কিরবি বলেন, ‘আমরা এটাও পরিষ্কার করেছি যে, বেইজিং যা করতে চায় না কেন, তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। সংকট তৈরি হোক যুক্তরাষ্ট্র সেটা চায় না।’
পেলোসি ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার পরও পশ্চিম প্যাসিফিক অঞ্চলের সাগর এবং আকাশসীমায় যুক্তরাষ্ট্র বিমান ও জাহাজ পরিচালনা বন্ধ করবে না মন্তব্য করে জন কিরবি বলেন, দশকের পর দশক ধরে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে আমরা এটা করেছি। তাইওয়ানকে সমর্থন এবং ‘অবাধ ও মুক্ত’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পক্ষে যুক্তরাষ্ট্র কথা বলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে রাষ্ট্রদূত কিং গ্যানকে তলবের জেরে চীন আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: গার্ডিয়ান