04/21/2025 বিএনপি পুঁটি মাছের মতো লাফাচ্ছে, ব্যাঙয়ের মতো ডাকছে: তথ্যমন্ত্রী
মো: মনিরুল ইসলাম
৬ আগস্ট ২০২২ ০৪:৪৫
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পুঁটি মাছের মতো লাফাচ্ছে আর ব্যাঙয়ের মতো ডাকছে। তারা এখন ষড়যন্ত্র করেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। তারা যদি অতীতের মতো জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
শুক্রবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার প্রান্তিক কৃষকদের মধ্যে ফলমূল, শাকসবজি ও সরিষার বীজ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বাসায় বসে বক্তৃতা আর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। বিএনপির বিক্ষোভে যত লোক ছিল, তার থেকে গাছে কাকও অনেক বেশি ছিল। আর করোনাকালীন আওয়ামী লীগ ও তার নেতা-কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্য কেউ দাঁড়ায়নি। তবে সবাই সতর্ক থাকবেন, কারণ বিএনপি মূলত ষড়যন্ত্র করছে।
নেতা-কর্মীদের প্রস্তুত হবার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস হওয়ায় আমরা কর্মসূচি পালন করছি। কিন্তু সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো, বিএনপি পালোনোর পথ পাবে না।