04/20/2025 তাইওয়ানের জলসীমায় মিসাইল ছুড়েছে চীন
আল আমিন
৫ আগস্ট ২০২২ ০৫:৫৭
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের জলসীমায় মিসাইল নিক্ষেপ করেছে চীন। ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফর করার পর স্বশাসিত দ্বীপ তাইওয়ান ঘিরে ৬ স্থানে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এর অংশ হিসেবে তাইওয়ানের জলসীমায় মিসাইল ছোড়ে তারা।
চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্নেল শি-ই এক বিবৃতিতে জানিয়েছেন, চীনে অবস্থানরত রকেট ফোর্সের সেনাদের বিভিন্ন স্থান থেকে নিক্ষেপ করা বিভিন্ন ধরনের ব্যালাস্টিক মিসাইল তাইওয়ানের ইস্টার্ন উপকূলের নির্ধারিত জলসীমায় আঘাত হানে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে কয়েকটি ডংফেং মিসাইল নিক্ষেপ করেছে চীন।
এর আগে ১৯৯৬ সালে শেষবার তাইওয়ানের আশপাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব সাগরে বেশ কয়েকটি ডংফেং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তাইওয়ানের মাতসু দ্বীপের কাছেও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, চীনের এ ধরনের মহড়া জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করে। একে নিজেদের আঞ্চলিক সীমায় আক্রমণ এবং আকাশসীমা ও জলসীমায় নৌ চলাচলের ক্ষেত্রে সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখছে তাইওয়ান। : সূত্র: গার্ডিয়ান।
বিদেশ বার্তা/ এএএ