04/20/2025 মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মুখ
আল আমিন
৪ আগস্ট ২০২২ ০৫:৫৮
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় বেশকিছু পরিবর্তন ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার ৯ জন মন্ত্রী শপথ নেন। এর মধ্যে নতুন মুখ ৮ জন।
পূর্ণ মন্ত্রী হিসেবে এদিন শপথ নেন ৫ জন। এরা হলেন- পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, স্নেহাশীষ চক্রবর্তী, প্রদীপ মজুমদার।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন ২ জন। এরা হলেন- বীরবাহ হাঁসদা ও বিপ্লব রায় চৌধুরী।
অন্যদিকে, রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ২ জন। এরা হলেন- সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন।
যদিও শপথ নেওয়া মন্ত্রীদের মন্ত্রণালয় এখনও বন্টন করা হয়নি। এদিন সন্ধ্যার দিকে সেই মন্ত্রণালয় বন্টন করা হবে বলে জানা গেছে।
বিকাল ৪টায় রাজভবনে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল লা গনেশন। শপথ গ্রহণের শুরুতে দেশটির জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মমতার মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ, বিধায়করা। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কলকাতায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের প্রধানরাও।
উল্লেখ্য, স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পরই গত ২৩ জুলাই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
অভিযোগ সামনে আসার পর পার্থর হাত থেকে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব কেড়ে নেন মমতা। এমনকি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পার্থকে। এতদিন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল মমতার হাতে।
বিদেশবার্তা/ এএএ