04/20/2025 পুতিনের বান্ধবীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মো: মনিরুল ইসলাম
৩ আগস্ট ২০২২ ২২:১৬
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এখনো অব্যাহত আছে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রেমিকার নাম আলিনা মারাতোভনা কাবায়েভা। ব্যক্তিগত জীবন বরাবরই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন পুতিন।
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ মঙ্গলবার এ নিষেধাজ্ঞা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
সিএনএন জানিয়েছে, আলিনার সাথে রুশ নেতা পুতিনের রোমান্টিক সম্পর্ক রয়েছে। এর আগে আলিনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য।
বিবৃতিতে মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, ‘নেতা, কর্মকর্তা, জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা রুশ ফেডারেশন সরকারের পরিচালনা পর্ষদে থাকার জন্য এই নিষেধাজ্ঞা।’
৩৯ বছরের আলিনার সাথে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও যুক্তরাষ্ট্র সরকারের বিবৃতিতে বলা হয়েছে। আলিনা একসময় রাশিয়ার সংসদ স্টেট ডুমার সদস্য ছিলেন। এখন তিনি জাতীয় মিডিয়া গ্রুপের প্রধান।