04/24/2025 কালিয়াকৈরে বাসের সাথে মাইক্রোর ধাক্কায় আহত ৫
মো: মনিরুল ইসলাম
৩ আগস্ট ২০২২ ২০:২৫
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের সাথে মাইক্রোর ধাক্কায় ৫ জন গুরুতর আহত হয়েছে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (৩ আগস্ট) উপজেলার সফিপুর আনসার একাডেমির তিন নম্বর এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোকে জব্দ করে।
সালনা হাইওয়ে পুলিশের এসআই আল মামুন হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাকওয়া পরিবহন ও মাইক্রোকে জব্দ করা হয়েছে।