04/20/2025 আবারো আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
মো: মনিরুল ইসলাম
২ আগস্ট ২০২২ ২০:৪৩
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারো আন্দোলনের ডাক দিয়েছেন।
ইমরান খানের ৪ আগস্টের সমাবেশস্থল হচ্ছে পাকিস্তান নির্বাচন কমিশনের বাইরে।
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলনের ডাক দিয়েছেন।
দলের এক সভায় ইমরান বলেন, ‘এই কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের কোন পরিস্থিতি নেই।’
ইমরান আরো দাবি করেন, শাহবাজ শরীফের সরকার তার দেশ ও বিদেশে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
তিনি বলেন, ‘ভাবতে পারেন পরিস্থিতি কত ভয়াবহ যে সেনাপ্রধানকে আইএমএফের কাছে ঋণ চাইতে হচ্ছে!’ সূত্র: ডন।