04/21/2025 ইভিএমে আস্থা নেই জাতীয় পার্টির
আল আমিন
১ আগস্ট ২০২২ ০৫:৩১
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আস্থা নেই বলে জানিয়েছেন পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক। রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সকালে ইসির সংলাপে অংশ নেয়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
সংলাপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএম ব্যবহারের ঘোর বিরোধিতা করেছে জাতীয় পার্টি।
জাপা মহাসচিব মুজিবুল হক সিইসিকে বলেন, ‘ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ, ফল রিচেক (পুনর্মূল্যায়ন) করা যায় না।’
জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা দলটি মনে করে, ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে কারচুপি হয়। কা
এ বিষয়ে ইসিকে মজিবুল হক বলেন, ‘রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি, কী বলব, এটা হয়।’
বিদেশ বার্তা/ এএএ