04/20/2025 নিউজিল্যান্ডের ৩২ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা
আল আমিন
৩১ জুলাই ২০২২ ০৫:৩৬
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ৩২ জন কর্মকর্তা-সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া। শনিবার (৩০ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দেয়। বিরোধী প্রচারণা চালানোর কারণে নিউজিল্যান্ডের এসব কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর: আল-জাজিরা।
রাশিয়ার নিষেধাজ্ঞা তালিকার মধ্যে আছেন নিউজিল্যান্ডের নৌবাহিনীর উপপ্রধান শেন আর্নডেল ও ওয়েলিংটনের মেয়র অ্যান্ডি ফস্টারসহ অন্যান্য কর্মকর্তা। অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওয়েলিংটন তার রুশবিরোধী পথ পরিত্যাগ করার ইচ্ছা রাখে না এবং নতুন বিধিনিষেধ (মস্কোর বিরুদ্ধে) তৈরি করে চলেছে।
বিদেশ বার্তা/ এএএ