04/20/2025 এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া
আল আমিন
৩১ জুলাই ২০২২ ০৪:০৯
আন্তর্জাতিক ডেস্ক: এবার ইউরোপের দেশ লাটভিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী কোম্পানি গাজপ্রোম।
লাটভিয়ার বিপক্ষে গ্যাস কেনার শর্ত ভাঙার অভিযোগ করেছে রুশ কোম্পানিটি। তবে লাটভিয়া কী ধরনের শর্ত লঙ্ঘন করেছে তার বিস্তারিত জানায়নি রুশ কর্তৃপক্ষ।
প্রাকৃতিক গ্যাসের জন্য প্রতিবেশী রাশিয়ার ওপর অনেকটাই নির্ভরশীল লাটভিয়া। ২৬ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে।
গত বৃহস্পতিবার লাটভিয়া জানিয়েছিল, তারা রাশিয়া থেকে গ্যাস কিনলেও রুবল নয় ইউরোতেই মূল্য পরিশোধ করছে। আর আগামী বছর নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনাও করছে লাটভিয়া।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ